Ticker

6/recent/ticker-posts

শ্রাবণোক্তি, প্রত্যয়


কেউ এসে তোমাকে চিমটি কাটবে, কেউ খামচে ধরবে কেউ তোমার গায়ে পেরেক ঢুকিয়ে দেবে কেউ তোমার অনেক সাধনার ফুল ফল পাতা ছিঁড়ে নেবে, ডালপালা ভেঙে নিয়ে যাবে কিন্তু তোমার ডালপালা যদি হয় সুপ্রসারিত তাহলে এসব ক্ষতি অল্প সাময়িক অচিরেই তুমি আবার পূর্ব রূপে ফিরে যেতে পারবে

কখনো কখনো তোমার সকল শাখা প্রশাখা কেটে ফেলা হবে কখনো প্রবল ঝড় তোমাকে হেলিয়ে দেবে কিন্তু তোমার শেকড় যদি হয় সুবিস্তৃত তাহলে এসব ক্ষতি তোমার অস্তিত্বকে নষ্ট করতে পারবে না

নিজের শেকড়কে বিস্তৃত কর, ডালপালা প্রসারিত করো তাহলে তুমি তোমাকে পরিপূর্ণ উপভোগ করতে পারবে

মনিরুল ইসলাম শ্রাবণ

৩১ ডিসেম্বর ২০২৩



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ