Ticker

6/recent/ticker-posts

অদল-বদল

মুখ বন্ধ রেখে সুখ কিনেছি
কলম বন্দক রেখে এনেছি নিরাপত্তা।
ভালোবাসা বদল করে এনেছি আজন্ম বিরহ
মিথ্যার আরাধনা করছি সত্যকে বিসর্জন দিয়ে।
আর সঠিক ব্যক্তি খুঁজে পাইনি বলে
মানুষের বদলে পশুর সাথে করছি বসবাস ।

মনিরুল ইসলাম শ্রাবণ
৪ মে ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ