Ticker

6/recent/ticker-posts

পাথর শোকে কাতর

কোথায় পাথর কোথায় পাথর

সারাদেশে রব

পরিবেশ দূষণের জন্য সবাই

করছে কলরব।


কেমন আছে পাথরগুলো

জানার বড়ো খায়েশ

কষ্টে আছে না কি পাচ্ছে

আরাম এবং আয়েশ।


এথায় সেথায় মরছে মানুষ

খোঁজ রাখি না তার

পাথর হারানোর শোকে আমরা

কাইন্দা জারে জার।


পাথর শোকে কাতর সবাই

আদম শোকে চুপ

আদম সন্তানের দুঃখ দেইখা 

ঘুমে দেয় ডুব। 


এসব দেইখা মতি মিয়া

খোদার কাছে কয়

মানুষ হইয়া জন্ম ক্যান তার

এই দেশেতে হয়।


—-----

পাথর শোকে কাতর

মনিরুল ইসলাম শ্রাবণ

১২ আগস্ট ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ