মাথা দেখে না
দেখে না উত্তোলিত হাত,
শুধু হেঁটে যাওয়া দুটো পা দেখেই
দৌড়ে গর্তে পালায়
নেংটি ইঁদুরের দল।
যদি- তুমি মানুষ হও,
মানে সত্যিকারের মানুষ
তবে ইঁদুর তাড়াতে কখনো
তোমার লাঠির দরকার হবে না।
যদি- তোমার পা দুটো
আরো কিছু পায়ের মিছিলে যুক্ত হয়
তাহলে ভয়ে পালিয়ে যাবে
মানুষরূপী ইঁদুর ছানার দল।
যদি-
নিজেকে মানুষ ভাবো
তবে..
কিন্তু- যদি
তুমি নিজেই একটা ইঁদুর হও
তাহলে... ???
----------
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ মার্চ ২৫
0 মন্তব্যসমূহ