Ticker

6/recent/ticker-posts

কবিতার সৌরভ- বিশ্ব কবিতা দিবসরে ছড়া।

 


ফুল ও কবিতা

মনিরুল ইসলাম শ্রাবণ


লহো পুষ্প লহো সৌরভ

লহো সৌন্দর্য সুধা,

বিষ কণ্টক দিও মোরে

মিটিয়ে কাব্য ক্ষুধা।


চাষি হয়ে করি আমি

কবিতার ফুল চাষ,

কাব্যে বেঁধেছি সংসার

নিত্য সেথায় বাস।


সভ্যতার অনাদি হতে

সাজিয়েছি ডালি,

ফুরাবে না সৌরভ তার

যেথায় যত ঢালি।


আমি কবি হয়ে গাইছি

মানুষের জয় গান,

তৃষিত হৃদে অমৃত সুধা

নিত্য করছি দান।


আজ ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ