এথায় আগুন সেথায় আগুন
জ্বলছে অহর্নিশ
কোন সে দানব আড়াল থেকে
হাসে বাজায় শিস।
পুড়ছে কেনো সহায়-সম্পদ
মরছে মানুষ রোজ
কোন রাক্ষসে সোনার দেশটা
বানাইছে তার ভোজ।
হত্যা ধর্ষণ চুরি ছিনতাই
নিত্য কেনো হয়
শান্তি প্রিয় মানুষগুলো
পাচ্ছে কেনো ভয়।
অত্যাচার ও অনিয়ম আজ
করতে হবে শেষ
বীর জনতা সজাগ থাকো
রক্ষা করতে দেশ।
হাতের সাথে হাতটি ধরো
ঐক্য গড়ো ভাই
নইলে কিন্তু সবই যাবে
রইবে শুধু ছাই।
---------
রক্ষা করো দেশ
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ অক্টোবর ২৫
0 মন্তব্যসমূহ