ভাতের থালা তুলে রাখো
হাত রেখো না আহারে
সকল কর্ম ফেলে রেখে
কান্না থামাও পাহাড়ে।
থাকবে সেটা পশু-পাখি
আদিবাসী বাঙালি
দূর করে দাও সন্ত্রাসীদের
ভূমি খেকো কাঙালি।
ডাকবে সেথা পশু-পাখি
সুর কিংবা ছন্দে
গোলা বারুদ চাই না এথা
ভালো কিংবা মন্দে।
রাঙামাটি খাগড়াছড়ি
যত আছে ঝরনা
বইবে সে-সব নিরবধি
সন্ত্রাসীদের স্বর না।
বান্দরবান কক্সবাজার
নিয়ে ষড়যন্ত্র
রুখে দাও বীর বাঙালি
ভুলে সকল মন্ত্র।
পাহাড় আমার পাহাড় তোমার
লাল সবুজের অংশ
ষড়যন্ত্রীর দাঁত ভেঙে দাও
তাদের করো ধ্বংস।
ধর্ষিতা ক্যান মরছে তারা
আদিবাসী আহারে
জোট বেঁধে আজ সবাই মিলে
কান্না থামাও পাহাড়ে।
---------
কান্না থামাও পাহাড়ে
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ সেপ্টেম্বর ২৫
0 মন্তব্যসমূহ