পেটের ভেতর এতো গোপন কথা জমিয়ে রেখেছি যে মুখ হাঁ করলেই কারো ন কারো মান-সম্মান বেরিয়ে যায়।
—---
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
২৪ নভেম্বর ২৪
আদর্শহীন, ভণ্ডদের একটি সুবিধা হলো যে-কোনো পরিস্থিতিতে তারা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
—-
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
১৬ মার্চ ২৪
হোঁচট খেয়ে পড়ে গেলে সবসময় মাটিকে দোষারোপ করা যায় না। কখনো কখনো তাকে সালাম করতে হয়, দোষারোপ করতে হয় নিজেকেই।
—-
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
৪ এপ্রিল ২০২৫
0 মন্তব্যসমূহ