শরৎ জুড়ে আকাশ হাসে
হাসে কাশের ফুল
শিউলি বকুল জবা হাসে
ডাকে যে বুলবুল।
এমন দিনে চণ্ডী-মাতার
পরে পায়ের ধুল
ভক্তরা সব আকুল হয়ে
খোঁজে সুখের মূল।
অসুর যারা করছে কসুর
রক্ষা তাদের নাই
অসুর বদের উৎসব হবে
চলো সবাই যাই।
বছর ঘুরে আবার আসুক
এমন খুশির দিন
বিলাব হাসি শোধ করব
ভালোবাসার ঋণ।
----
শারদ ছড়া
মনিরুল ইসলাম শ্রাবণ
৯ অক্টোবর ২৪
0 মন্তব্যসমূহ