Ticker

6/recent/ticker-posts

ইরান হবে না বিরান


নবী সাহাবা পীরের ভূমি পুণ্য ভূমি ইরান

ইজরাইলের রকেট বোমায় হবে নাতো বিরান।


বিরান হবে ইয়াহুদিদের বরবর্তার ভূমি

যতই গড়ুক নিরাপত্তা আমেরিকার পা চূমি।


আকাশ ফুঁড়ে আসবে যখন মিসাইলের গোলা

আলোর মাঝেও দেখবে আঁধার জায়নবাদীর পোলা।


যতই থাকুক বিমান বারুদ ট্যাংক কিংবা কামান

তবুও তারা ধ্বংস হবে সাক্ষী থেকো জামান।


সাক্ষী থেকো বিশ্বব্যাপী ইহুদীদের দালাল 

যেথায় থাকো মরবি সেথা রক্ত তোদের হালাল।


তেলআবিবের রাস্তা যখন রক্ত জলে ভাসবে

ফিলিস্তিনের ফুলগুলো সব নয়ন জলে হাসবে।


হাসবে গাজা জেরুজালেম পুণ্য ভূমি ইরান

নবী সাহাবা পীরের ভূমি হবে নাতো বিরান।


—---------

ইরান হবে না বিরান

মনিরুল ইসলাম শ্রাবণ

১৪ জুন ২৫ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ