ব্রাহ্মণবাড়িয়ার কৃতীকন্যা, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার। জন্ম ১০ মার্চ ১৯৭১। পৈতৃক নিবাস বাঞ্ছারামপুর উপজেলা। তাঁর লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। জেন্ডার ইস্যু, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক অসংখ্য ফিচার/প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়েছে।
তিনি মূলত কথাসাহিত্যিক। কথা নিয়েই তার খেলা। কথার প্যাঁচে তিনি বলে যান চরিত্রের মনস্তত্ত্ব, শরীর, সমাজ, সমকাল, বাস্তবতার বিষয়ে। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৬। একে একে বেরিয়েছে বেশকিছু গল্পগ্রন্থ ও উপন্যাস। জলরঙে আঁকা, বিকেলের চিল, একা, আলো, মৃত্যু ও একটি সকাল, শিস দেয়া রাত, বদ্বীপে বিশ্ব, বাঘের আঁচর, জলের শরীর, বৃক্ষ ও প্রেমিকের গল্প, কবিতার কবি ছয়, নারীর ক্ষমতায়ন: স্বপ্ন ও বাস্তবতা, ইত্যাদি তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ।
কথাসাহিত্যিক নূর কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘদিন বিআইডব্লিউটি-র জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ডিপিডিসি-র ম্যানেজার (পিআর) পদে কর্মরত রয়েছেন। তাঁর পিতা এ.টি.এম. শরফুজ্জামান, মাতা মরহুম কানিজ নূরজাহান বেগম। স্বামী মো. জাহাঙ্গীর হোসেন। দুই ছেলে জাহিদ নূর, জুবায়ের নূর।
দু বছর আগে শ্রদ্ধেয় কবি জয়দুল হোসেন স্যারের মাধ্যমে গুণি এই লেখকের সাথে প্রথম পরিচয় হয় । সেদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি কার্যালয়ে সংক্ষিপ্ত সাহিত্য আড্ডায় জানা হয় এই লেখিকার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক। এ বছর আবার দেখা হল বর্ষামঙ্গল কবিতা উৎসবে। তাঁর হাতে তুলে দিলাম প্রিয় কিচিরমিচির।
শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
0 মন্তব্যসমূহ