Ticker

6/recent/ticker-posts

শারদ ছড়া



শারদ ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ


বাজলো ঢাক বাজলো ঢোল

শারদীয়া এলো,

ফুটলো কাশ হাসলো আকাশ

খুশির রব তোলো।


হাসলো রবি হাসলো শশী

গাইলো পাখি গান,

মহাআনন্দে বইছে বাতাস

নদীর কলতান।


দেবী দুর্গার আগমনে

সন্তানেরা সব,

মা এসেছে মা এসেছে

করছে কলরব।


স্বর্গ ছেড়ে মর্ত্যলোকে

মায়ের আগমন,

গুছাবে দুঃখ আনবে সুখ

ঐশ্বর্য আর ধন।


আসুর যার করছে কসুর

রক্ষা তাদের নাই,

অসুর বদের উৎসব হবে

চলো সবাই যাই।


বছর ঘুরে আবার আসুক

এমন খুশির দিন,

বিলাবো হাসি শোধ করবো

ভালোবাসার ঋণ।


৯ অক্টোবর ২৪

ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ