ছোট্ট খুকি আয়না দেখে
রোজ অবাক হয়,
তার মতো আরেক খুকি
সেথায় কেমন রয়।
কেমন করে হাসে সে রোজ
কেমন করে কাঁদে,
কেমন করে সেই খুকিটা
পড়ল এমন ফাঁদে।
কার সাথে সে খেলা করে
কার সাথে দেয় ঘুম,
মা বাবা নেই তার ঘরেতে
কে দেয় তারে চুম।
এপাশ থেকে ডাকে তারে
হাত বাড়িয়ে আয়,
ওপাশ থেকেও ঐ খুকিটা
তার দিকেতে ধায়।
হয় না ধরা হয় না ছোঁয়া
হয় না ঝগড়া তার,
দুই খুকি তাই মিলেমিশে
থাকে চমৎকার।
খুকি ও আয়না
মনিরুল ইসলাম শ্রাবণ
০৪ মে ২৩
(মাসিক কুঁড়ি জুন-২০২৪ সংখ্যায় প্রকাশিত)
0 মন্তব্যসমূহ