মহীয়ান
মনিরুল ইসলাম শ্রাবণ
আকাশ কি আর এতো বড় বাবার বুকের মত
বাবার বুকে মায়ার মেলা তারার চেয়েও শত।
বাবার শাসন তেজে জ্বলে সুদিপ্ত ঐ রবি
চাঁদাটা যেন বাবার কোমল স্নেহের প্রতিচ্ছবি।
পাহাড় শেখে বাবার থেকে শক্ত কেমন হয়
কঠিন সময়ে সংসারের হাল ধরে সে রয়।
বইছে নদী স্রোতস্বিনী উজার করা ঢেউ
বাবার পকেট কখন খালি খবর রাখে না কেউ।
গাছ কত উদার দেখো বিশুদ্ধ যার হাওয়া
জেনে রেখো এসব কিছু বাবার থেকেই পাওয়া।
হাজার বাবার ক্লান্ত দেহ তার বুকে ঠায় রয়ে
তাইতো মাটি নীরব হয়ে সব কিছু যায় সয়ে।
আল্লাহ্ ডাকো; ঈশ্বর ভজো; পুজো ভগবান
তারই গুণে বাবারা সব হয় যে মহীয়ান।
আনো ফুল আনো জল আরো আনো আলো
হীরে-মতি এনে সবে বাবা পায়ে ঢালো।
১৪ জুন ২০২২খ্রি.
বিরাসার মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
0 মন্তব্যসমূহ