Ticker

6/recent/ticker-posts

আমি পুড়ে পুড়ে খাঁটি হই, ডুবে ডুবে অমৃত লাভ করি


যে আগুনে ঘর পোড়ে, বন পোড়ে- 

সে আগুনে আমি পুড়ি না,

যে আগুনে মন পোড়ে, সে আগুনে পুড়ি আমি।


যে জলে নৌকা ডোবে, মানুষ ডোবে- 

সে জলে আমি ডুবি না, 

আমিতো মানুষের ভালোবাসায় ডুবে মরি।


আমি পুড়ে পুড়ে খাঁটি হই, ডুবে ডুবে অমৃত লাভ করি।


মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ নভেম্বর ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ