Ticker

6/recent/ticker-posts

প্রিয় শহর


প্রিয় শহর

মনিরুল ইসলাম শ্রাবণ


মায়ার শহর, জাদুর শহর, আবেগের শহর

এই শহরকে অনেক বেশি ভালোবাসি।

এর নদী-খালে, মাঠ-পার্কে, গাছের ছায়ায়

আমার হাজারো দুঃখ-সুখের স্মৃতির বসবাস।


চৌরাশি মহল্লার অলিতে গলিতে

চেনা-অচেনা মানুষের মাঝে

নিত্য খুঁজেছি আপন ঠিকানা।


সভা-সমাবেশে, মিছিলে, মঞ্চে,

সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে আমার মুখর পদচারণা।

অফিস-আদালতে, চায়ের টেবিলে,

আমাকে নিয়ে কত রসালো আলোচনা-সমালোচনা।


কারো তির্যক দৃষ্টি, উপহাস

কারো কাটা বিছানো পথ পাড়ি দিয়েছি

অন্য কারো উৎসাহ-

পিঠ-মাথায় স্নেহ ভরা হাতের পরশ শক্তিতে।


আমাকে শহরকে তাড়াতে পারে না বলে

কিছু মানুষের রাতের ঘুম হয় না,

তাদের শান্তির ঘুম দিতে

কয়েকবার চেষ্টা করেও

আমিও শহর ছাড়তে পারছি না।


কিন্তু বিশ্বাস করুন কখনো

প্রিয় এই শহর ছেড়ে দিতে পারলে

আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।


২৫ জুলাই ২০২২খ্রি.

পৌরসভা অফিস, বেলা ১২টা


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ