Ticker

6/recent/ticker-posts

লাভ-ক্ষতি, দোষ-গুণ


যে কাজগুলোর জন্য একদল লোক আমার প্রশংসা করে, সেই একই কাজের জন্য আরেকদল লোক আমার নিন্দা করে এটা এই জন্য যে- কাজগুলো যখন আমি তাদের তাদের জন্য করি বা তাদের সাথে মিলে করি, তখন তা হয় আমার গুণ আবার একই কাজ যখন অন্যদের জন্য বা অন্যদের সাথে করি, তখন তা হয়ে যায় আমার দোষ এই দোষে গুনে মিলিয়ে আছি ভাই

কিন্তু আমি দোষী বা গুণি হওয়ার জন্য এই কাজগুলো করি না আমার ভালো লাগে- তাই করি, লাভ-ক্ষতির খুব একটা হিসেব করি না অনেক সময় কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির জন্য করছি অথবা কেনো করছি ? এটাও খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবি না ভালোলাগা যতক্ষণ, আমার কাজও ততক্ষণ

 

লাভ-ক্ষতি, দোষ-গুণ

মনিরুল ইসলাম শ্রাবণ

৩০ আগস্ট ২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ