যারা বলে- আমি ভুল মানুষের সাথে আছি, তারা জেনে রাখুক- যাদেরকে আমি ছেড়ে এসেছি, তারাও আমার জন্য সঠিক মানুষ ছিল না। এখন যাদের সাথে আছি তারাও যদি ভুল মানুষ বলে প্রমাণিত হয়- তবে তাদের সাথেও আমার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না।
আসলে মানুষ চিনতে না পারার কারণে বারবার ভুল মানুষের আমার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আর কোনো সম্পর্ক তৈরি হতে বা ভাঙতে কিছুটা সময়তো লাগেই। তাছাড়া যাদের সাথে আমি মিশি না, হয়তো আমি তাদের যোগ্য নই, নয়তো তারা আমার যোগ্য নয়।
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ আগস্ট ২৩
0 মন্তব্যসমূহ