Ticker

6/recent/ticker-posts

টাট্টুঘোড়া

মা গো মা 

আমার এই টাট্টুঘোড়া 

কাউকে দেবো না।

টাট্টু যখন বড়ো হবে 

আমিও তখন বড়ো হবো,

টাট্টুর পিঠে চড়ে আমি

লড়াই করতে যাবো। 

(১৯৯৫ সালে আমি যখন চতুর্থ শ্রেণিতে পড়ি, তখন কোনো এক শিক্ষা অফিসার আসেন আমাদের স্কুল পরিদর্শনে। তিনি আমাদের ক্লাসে উপরিউক্ত ছড়াটি অভিনয় করে দেখান এবং উপস্থিত সবাইকে বারবার পড়িয়ে মুখস্থ করান। আজ অবধি এই ছড়াটি ভুলিনি। নাম না জানা সেই শিক্ষা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা। 

ঘোড়ায় চড়া ছবিটি ২০১৩ সালের অক্টোবরে কুমিল্লার কোটবাড়িতে তোলা। 

মনিরুল ইসলাম শ্রাবণ

১৩ জুন ২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ