Ticker

6/recent/ticker-posts

লেখা আহ্বান ও লেখক সম্মাননা


প্রিয় লেখকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিবেন।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোট কাগজ ‘স্বদেশ’-এর ২০তম বর্ষের ২১তম সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে দেশবিদেশের লেখকদের বিভিন্ন লেখা প্রকাশিত হবে। এই সংখ্যার সেরা তিনজন লেখককে স্বদেশ লেখক সম্মাননা-২০২৩’ প্রদান করা হবে। আগ্রহী লেখকগণ নিজের অপ্রকাশিত ছড়া, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, গবেষণা, রম্য রচনা, সায়েন্স ফিকশন, ভ্রমণ ও অনুবাদ সাহিত্য অথবা অন্য যেকোনো বিষয়ে লেখা পাঠাতে পারবেন (শিশুতোষ ব্যতীত)।

 

লেখা পাঠানোর নিয়মাবলি:

*  নিজের মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

*  দেশবিদেশের যেকোনো বয়সের লেখক লেখা পাঠাতে পারবেন।

*  শব্দ সংখ্যা হবে সর্বোচ্চ ১৫০০।

*  মানহীন, ভুল বানান ও অন্য কোথায় প্রকাশিত লেখা প্রকাশযোগ্য বলে বিবেচিত হবে না।

*  বানানবিধি: বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ বানানবিধি প্রয়োগ করা হবে।


*  মেসেঞ্জার বা ওয়ার্টসঅ্যাপ-এ লেখা পাঠানো যাবে না। কম্পিউটার কম্পোজ করে ই-মেইলে লেখা পাঠাতে হবে। 

*  ই-মেইলের টেক্স বডিতে লেখা যাবে না। ফাইল আলাদাভাবে অ্যাটাচ করে পাঠাতে হবে।

*  কম্পোজ করার ক্ষেত্রে কী-বোর্ড ভার্সন বিজয় ৫২-এর সুতন্বী এমজে (Sutonny MJ) ফ্রন্টে লিখতে হবে। 

*  লেখাটি Microsoft Word Document 1997-2003 ফরমেটে সেভ করতে হবে।

*  Mail এর Subject Line এ অবশ্যই  ‘স্বদেশ-২১তম সংখ্যা-২০২৩’ উল্লেখ করবেন।

*  ফ্রন্ট সাইজ: মূল লেখা ১৩, হেডিং ও সাব হেডিং ১৬-১৮।

*  লেখার শেষে লেখকের ডাক ঠিকানা, ই-মেইল ও ফোন নাম্বার উল্লেখ করবেন।


*  শেষ তারিখের পর আর লেখা জমা নেয়া হবে না।

*  লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৩

*  সাময়িকী প্রকাশের সম্ভাব্য তারিখ ১ নভেম্বর ২০২৩


*  এই সংখ্যায় সেরা তিনজন লেখককে ‘স্বদেশ লেখক সম্মাননা-২০২৩’ প্রদান করা হবে।

*  অভিজ্ঞ বিচারক মণ্ডলী দ্বারা সেরা লেখক নির্বাচন করা হবে।

*  সম্পাদনা বা প্রকাশনা সংশ্লিষ্ট কোনো লেখক পুরস্কারের জন্য মনোনীত হবেন না।

*  সেরা লেখকবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

*  লেখা নির্বাচন, লেখক সম্মাননা বা অন্য যেকোনো বিষয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 


লেখা পাঠানোর ঠিকানা:


আমির হোসেন

সম্পাদক

amirhossain_71@yahoo.com

০১৮১৮-০৩১৫৩২

 

মনিরুল ইসলাম শ্রাবণ

নির্বাহী সম্পাদক

mishrabon@gmail.com

০১৭১৭-০৯৫৭৫১


প্রকাশক: ইসহাক হাফিজ

প্রকাশনায়: চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার, ২৮১, শিমরাইলকান্দি, ব্রাহ্মণবাড়িয়া।

 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. মেইলে ই পাঠাতে হবে কেন ? অভিজ্ঞ লেখক রা তো আর এ যুগের না যে অন লাইনে সিদ্ধহস্ত হবে ।ডাকে পাঠানো যাবে কী না,,,ভেবে দেখার সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

    উত্তরমুছুন