Ticker

6/recent/ticker-posts

শোকের ছড়া "নৌকাডুবি"

     


     শোকের ছড়া "নৌকাডুবি"

মানুষখেকো নয় তিতাস জানি
সেথায় শোকের মাতম,
হাজার বছরের প্রথা ভুলে আজ
উড়ে শোকের কেতন।

এইতো ছিলো বিধির বিধান
শেষ খেয়ায় শেষ যাত্রা,
যার হারিয়েছে সেইতো বোজে
স্বজনহারা দুঃখের মাত্রা।

শেষ বেলায় যাত্রা শুরু সেই
মনিপুরের ঘাট,
নদীর বুকে ঠাঁই হলো আজ
মেহেদী রাঙ্গা হাত।
ছেলে আমাদের ডাক্তার হবে
স্বপ্ন ছিল খুব,
সর্বনাশা লাইস্কার বিল সেই
আশায় দিল ডুব।
রিনিঝিনি সেই নুপুরের শব্দ
শোনা যাবে না আর,
মা-বাবার বুকে শিশুর লাশ
আর কী আছে ভার।
কোরআনের হাফেজ ছেলেটি
ডাকবে না আর প্রভু,
যাদের অবহেলায় নৌকাডুবি
ক্ষমা করো না কভু।
তিতাসের বুকে নৌকাডুবিতে
২৩জন গেলো মারা।
মা-বাবা, চাচা-চাচি, ভাই-বোন
চিরোতরে হারালো কারা।

তাদের তরে শোক জানাই আজ
দোয়া খোদার কাছে,
তারা চিরোসুখের উদ্যানে প্রভু
ঠায় যেনো পায় পাছে।
মনিরুল ইসলাম শ্রাবণ
ব্রাহ্মণবাড়িয়া।

২৯ আগস্ট ২০২১খি.












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ