Ticker

6/recent/ticker-posts

বঙ্গবন্ধু শেখ মুজিব ( ছড়া)


 


 যার নামেতে পাহাড় টলে

সাগরে ওঠে ঢেউ,

যার ডাকেতে জাগে জনতা

ঘরে থাকেনা কেউ

 

যার হুংকারে কেঁপে ওঠে

অত্যাচারীর  ভিত,

স্বাধীনতার স্বপ্ন দেখে সব

মুক্তির গায় গীত

 

যার আদর্শে বলিয়ান আজ

বাংলার শত মানুষ,

মুক্ত স্বাধীন দেশে সবাই

উড়ায় রঙিন ফানুস

 

যার স্বপ্নে বিভোর হয়ে আজ

কোটি জনতা,

বিশ্বময় ছড়ায় বাঙালির

বীজয় বারতা

 

যার নীতিতে অটল হয়ে

বৃদ্ধ, তরুণ-যুবা,

উন্নয়নের নৌকা চালায়

যায়না যাকে ডুবা

 

যার ভাষণে মুগ্ধ হলো

শীতল হলো প্রাণ,

সারা বাংলায় চলছে আজ

তাঁহার জয়গান

 

শেখ মুজিবুর নামে তাকে

বিশ্ববাসী চেনো,

বঙ্গবন্ধু নামে তাকে সব

বাংলাবাসী জানে

 

বুকটি তাহার আকাশ সমান

ভালোবাসায় ভরা,

একটি ছড়ায় যায় কি আর

সেই মানুষকে পড়া !!


ছড়া

বঙ্গবন্ধু শেখ মুজিব

মনিরুল ইসলাম শ্রাবণ 

০৬ আগস্ট ২০২১ খি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ