Ticker

6/recent/ticker-posts

গুণী-মুনি শোনো..


যে শিখালো বিদ্যা তোমায়

গড়লো মানুষ ভবে

তাদের পীঠে তোমার লাঠি

কেমন করে সবে?


মারবে কেনো বললে কথা 

করবে কেনো গুলি

ভাঙবে কেনো পায়ের নলা

ভাঙবে কেনো খুলি?


লিখলে কোনো গা জ্বলে যায়

সত্য কথা শুনি

বারে বারে ক্যান ভুলে যাও

তোমরা দেশের মুনি!


করলে মিছিল ধরলে স্লোগান

তোমরা ক্যানো চ্যাতো

জল কামানের বহর নিয়ে

সামনে পিছে ছোটো।


ক্যান ভুলে যাও তোমার বুলেট

কাদের টাকায় কেনা

দিনে দিনে তোমার খাতায়

জমাও কেনো দেনা?


দেনা শোধে এই জনতা

ওঠবে যখন জেগে

লেজ উঁচিয়ে পাল গুটিয়ে

তখন যাবে ভেগে।


জাগার আগে ভাগার আগে

বিবেক খুলে দিও

বন্ধু কে সে শত্রু কে যে

জলদি চিনে নিও।


চোর-বাটপাড়দের ধরবে যখন

মারবে ধর্ষক খুনি

তোমরা তখন সোনার ছেলে

তোমরা তখন গুণী।


--------

গুণী-মুনি শোনো..

মনিরুল ইসলাম শ্রাবণ

১৩ অক্টোবর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ