Ticker

6/recent/ticker-posts

ষষ্ঠ উপদেশ


পড়তে গিয়ে
চলতে গিয়ে
ক্লান্ত হইও
ভ্রান্ত হইও না।

লিখতে গিয়ে
বলতে গিয়ে
মিথ্যা ছেড়ো
সত্য ছেড়ো না।

বাঁচতে গিয়ে
লড়তে গিয়ে
হার মেনে নাও
আপোষ করো না।

দেখতে গিয়ে
শুনতে গিয়ে
বিচার করো
অন্ধ হইও না।

কিনতে গিয়ে
মিশতে গিয়ে
যাচাই করো
বোকা হইও না।

নিতে গিয়ে
দিতে গিয়ে
সরল হইও
চালাক হইও না।

-------
ষষ্ঠ উপদেশ
মনিরুল ইসলাম শ্রাবণ
৭ সেপ্টেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ