Ticker

6/recent/ticker-posts

একুশ নম্বর খুঁটি


 একুশ নম্বর খুঁটি

মনিরুল ইসলাম শ্রাবণ


হিন্দুকুশ পর্বতমালার ভাঁজে ভাঁজে খুঁজেছি 

খুঁজেছি সাংহাইয়ের ব্যস্ততম রাস্তায়

মরুর জাহাজের সওয়ারি হয়ে ঘুরেছি 

আরব ভূমির এ মাথায়- ও মাথায়-


ভুলক্রমে প্রায় ঢুকে পড়ছিলাম 

কিম জন উনের দেশে

মিসাইল মানবের সীমান্ত রক্ষীদের তাড়া খেয়ে

জীবন নিয়ে কোনো রকমে ফিরে এসেছি


মেক্সিকোর উপত্যকা, মরোক্ক, মরিসার্স

এবং বালির বিচে; এমনকি

নায়াগ্রার জলপ্রপাত কাছেও গিয়েছি;

সুদানের ধূধূ মরুভূমিতেও খুঁজেছি তন্ন তন্ন করে।


অ্যামাজন নদীর বাঁকে বাঁকে চোখ বুলিয়েছি

যদি আসো নিতে পানি

রপ্ত করেছি উপজাতীয় ভাষা

যদি কেউ দিতে পারে সন্ধান;


হিমালয়ের ক্যাম্পে ক্যাম্পেও 

রাত্রিযাপন করেছি কিছুদিন। 

ধারাবীর বস্তির ঘরগুলোতেও না পেয়ে

চলে গিয়েছিলাম মহেঞ্জোদারো ধ্বংসাবশেষের কোলে


কত দেশ কত জনপদ শহর নগর গ্রাম ঘুরে ঘুরে

ক্লান্ত হয়ে অবশেষে ফিরে এসেছি এই সুবজ দেশে

বসেছিলাম কমলাপুরে, রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে


কত ট্রেন আসছে যাচ্ছে 

কত মানুষ উঠছে নামছে

এতো মানুষের ভিড়ে

আমি কেবল খুঁজেছি তোমাকে-


হঠাৎ 

একুশ নম্বর খুঁটির আড়াল থেকে 

বের হয়ে আসলে তুমি !

আমি ছিলাম ঠিক তার অপর পাশে।


---------------------------

রাত ৯.৪  

কমলাপুর, ঢাকা 

১৫ মার্চ ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ