Ticker

6/recent/ticker-posts

কবি ফিরোজ শাহ


তরুণ কবি ফিরোজ শাহ। ইমতিয়াজ মাহমুদ, রাকিব লিখন, হাসান রোবায়েতের মতো বাংলাদেশের যে কয়েকজন তরুণ কবি অনুকাব্য চর্চা করেন ফিরোজ শাহ তাদের অন্যতম। বাক্য সংকোচনে স্বকীয়তা দৃশ্যমান। উত্তর আধুনিকতার ধাঁচে অল্প বাক্যে গভীর ও জটিল বিষয়কে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করাই ফিরোজ শাহর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তার কাব্যে সমূহে ভাব প্রকাশে বাণী প্রবণতাও লক্ষণীয়। সহজ কথায় ‘বিন্দুর ভেতর সিন্দুর গভীরতা’।

'উজানে সোনালি মাছ' (২০১৭),  'ব্ল্যাকবোর্ডে নুনগাছ' ( ২০২০) আমার ছায়ার ওপরে জিরোচ্ছে একটা কুকুর (২০২১) মানুষ নিজেই একটি বিয়োগচিহ্ন (২০২২)সহ বেশ কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি বই। প্রকাশিত কাব্যগ্রন্থগুলো ইতোমধ্যে আলোড়ন তুলেছে দুই বাংলার বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে। 

কবি ফিরোজ শাহ জন্ম ১ জুলাই ১৯৮৭। জন্মস্থান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। পেশায় শিক্ষক কবি ফিরোজ শাহ লেখালেখির পাশাপাশি ঘুরতেও প্রচুর ভালোবাসেন।

ছবিতে কিচিরমিচির হাতে কবি ফিরোজ শাহর সাথে আমি। 

শুভেচ্ছাসহ 

মনিরুল ইসলাম শ্রাবণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ