তেজহীন জন্ম নিয়ে-
আবার
নিস্তেজ হয়ে ঝুলে পড়ে
আকাশের পায়;
মাঝের কিছু সময়
তেজোদ্দীপ্ত- হয়ে যতক্ষণ
জ্বলতে থাকে
জ্বালাতে থাকে
ততক্ষণ সবাই ভাবে-
এর থেকে বুঝি আর
মুক্তি নেই,
অথচ
নিয়ম করে
রোজই মুক্তি আসে-
মুক্তির খোঁজে
মনিরুল ইসলাম
শ্রাবণ
০১ সেপ্টেম্বর ২৪
0 মন্তব্যসমূহ