পরিতৃপ্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
কত শত জনকে পৌঁছে দিয়েছি
কত গন্তব্যে;
কত সাফল্যের ঠিকানায়,
কত জনের শত স্বপ্ন
পূরণ করতে করতে
ক্লান্ত আমি থেমে গেছি
সেই কবেই!
কত জানা অজানা
দুঃখের সমব্যথী হয়েছি
নীরবে
আর এখন....
নতুনের জন্য
চলার পথ ছেড়ে দিয়ে
পড়ে থাকি
নিচুপ
আমার শান্ত দেহে
পরশ জড়িয়ে থাকে
বুনলতা দল,
এক সময় যে আমার
গতির গর্জনে
হুইসেলের তীব্রতায়
প্রকম্পিত হতো
দূরের প্রকৃতি
সে আমায়
রোজ ভয় দেখায়
ছোট ছোট পাখির ঝাঁক
তাদের কিচিরমিচির ডাক,
কীট প্রতঙ্গের দল
খুঁটে খুঁটে খায়
গায়ে লেগে থাকা
মরীচিকা
আর ঢেকুর তোলে
মহা তৃপ্তির
মৃদু হেসে
আমি হারিয়ে যাই
মহাকালের বাস্তবতায়
এখন আমি
জরাজীর্ণ
পরিত্যক্ত
কিন্তু পরিতৃপ্ত!
বলো-
আমার অবদান
তোমরা অস্বীকার করবে
কীভাবে ?
মনিরুল ইসলাম শ্রাবণ
০২ নভেম্বর ২৩
0 মন্তব্যসমূহ