Ticker

6/recent/ticker-posts

লোডশেডিং এর ছড়া

 




গাছপালা হলো সাবার

রাক্ষসের হলো খাবার

কোথাও নাই বায়ু তাই

শ্বাস কষ্টে ভুগছি,

বিষাক্ত ধরা আজ

মানুষের নাই লাজ

কৃত্তিম হাওয়া খেতে

এসি ঘরে ঢুকছি

 

প্রতিরাত প্রতিদিন

ঘন ঘন লোডশেডিং

লোকজন অসহায়

সবে আজ ঘামচি,

কে বানায় কে ঘোরায়

বিদ্যুতের চাকা হায়

মনে হয় দেই তারে

আচানক খামচি

গেলে সে আসে না

আসলেতো থাকে না

ঘোরাঘুরি শখ তার

তানা হয় মানছি,

তাই বলে বারবার

চলে যাবে আরপার

চারিদিকে অন্ধকার

ভয়ে বসে কানছি

 

বাতরুমে নাই জল

মিছে নয় কথা ছল

বদনা খালি দেখে

আঙুল চুষছি,

গন্ধে নাক চেপে

অনুমানে ঘরি মেপে

এটা সেটা দিয়ে তাই

পাছাখানি মুছছি

 

মাসে মাসে বাড়ে দাম

বিলের নাই লাগাম

হররোজ মিটারের

ইউনিট গুনছি,

কোন সালা ম্যানেজার

বিদ্যুতের ঠিকাদার

দল বেঁধে সবে তাই

লাঠি হাতে খুঁজছি

 

 

লোডশেডিং এর ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ

১০ সেপ্টেম্বর ২৪

লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ