ভাল্লাগে না চাঁদের আলো রাখাল বাশির টান।
ভাল্লাগে না ফুলের হাসি পাখির মধুর ডাক,
ভাল্লাগে না হুতুম প্যাঁচা খেঁকশিয়ালের হাঁক।
ভাল্লাগে না উদাস দুপুর সন্ধ্যা সকাল রাত,
ভাল্লাগে না ঘরসংস্যার সঙ্গী-সাথির বাত।
ভাল্লাগে না শিশুর হাসি শঙ্কিত আজ মন,
আমার সোনার বাংলা কেনো রক্ত ঝরা বন ?
গুম হত্যা গ্রেফতার আটক নেইতো এতে সুখ
আর যেন হয় না খালি অভাগি মায়ের বুক।
হিংসা বিদ্বেষ লড়াই সংঘাত সবকিছু হোক শেষ,
শঙ্কা কাটুক মুক্ত থাকুক লাল সবুজের দেশ।
ভাল্লাগে না
মনিরুল ইসলাম শ্রাবণ
২ আগস্ট ২৪
0 মন্তব্যসমূহ