হতাম যদি গাছ-
ফুলে ফলে ভরিয়ে দিতাম
সবার জমির চাষ।
হতাম যদি হাওয়া-
দেশবিদেশে ঘুরে বেড়ানোর
পূরণ হতো চাওয়া।
হতাম যদি নদী-
গ্রাম শহরের প্রান্ত ছুঁয়ে
বইতাম নিরবধি।
হতাম যদি মাছ-
সাগর নদী সাঁতার কেটে
যেতাম বারো মাস।
ফুলে ফলে ভরিয়ে দিতাম
হতাম যদি হাওয়া-
দেশবিদেশে ঘুরে বেড়ানোর
পূরণ হতো চাওয়া।
সাগর নদী সাঁতার কেটে
যেতাম বারো মাস।
0 মন্তব্যসমূহ