Ticker

6/recent/ticker-posts

হতাম যদি

হতাম যদি পাখি-

মন যেথা চায় সেথা যেতাম

জুড়িয়ে নিতাম আঁখি


 হতাম যদি গাছ-

ফুলে ফলে ভরিয়ে দিতাম

সবার জমির চাষ

হতাম যদি হাওয়া-

দেশবিদেশে ঘুরে বেড়ানোর

পূরণ হতো চাওয়া


হতাম যদি নদী-

গ্রাম শহরের প্রান্ত ছুঁয়ে

বইতাম নিরবধি।


হতাম যদি মাছ-

সাগর নদী সাঁতার কেটে

যেতাম বারো মাস


হতাম যদি ফুল-

মন রাঙাতে সুভাস দিতে

হতো নাতো ভুল

হতাম যদি মাটি-

রোদে পুড়ে বৃষ্টি ভিজে

হতাম তবে খাঁটি

হলাম যখন মানুষ-

ইচ্ছেগুলোর করব পূরণ

হবো রঙিন ফানুস


হতাম যদি

মনিরুল ইসলাম শ্রাবণ

১৫ মার্চ ২০২৩

(মেঘনার পাড়ের স্মৃতি ধারণ- হেলাল উদ্দিন হৃদয়)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ