Ticker

6/recent/ticker-posts

বানভিক্ষ

বানভিক্ষ

মনিরুল ইসলাম শ্রাবণ

 

সিলেট জুড়ে বন্যা আজ ভাসিয়ে নিলো সব

এমন বিপদ দিনে তাদের রক্ষা করো হে রব,

ডুবলো মাঠ রাস্তা ঘাট আর ডুবলো বাড়িঘর

চিরচেনা প্রকৃতি যেন আজকে ভীষণ পর।

 

ডুবলো ফসল মুখে আহার কিসে ভরি আজ

দিনমজুর যারা আছে নেই তো তাদের কাজ,

দু-চোখ জুড়ে ঘুম যেন বসিয়েছে তার হাট

কোথায় পাবে বিছানা কোথায় পাবে খাট।

 

ইঁদুরছানা পিঁপড়ে বাসায় জল দিয়েছে হানা,

টুনটুনি আর চড়ুই পাখি পায়না খুঁজে দানা।

গরু ছাগল কুকুর বিড়াল অবলা সব প্রাণী

যাচ্ছে ভেসে অকাতরে হচ্ছে জীবন হানী,

 

জল জালে নিত্য খেলা যারা হাওড় বাসী।

বানভিক্ষের কবলে পরে অশ্রু ঝরে রাশি।

পাঠাও সেথা ত্রাণকর্তা পাঠাও জীবন তরী

দুর্যোগকালে অসহায়দের হাতটা যেন ধরি।

 

 

লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

১৭ জুন ২০২২ খ্রি. 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ