একটা সময় বইয়ের সাথে আমার খুব বেশি সখ্যতা ছিল। বই ছিল আমার খুব ভালো বন্ধু। পরবর্তীতে বইকে পরিত্যাগ করে আমি মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। বিনিময়ে তাদের থেকে পেয়েছি প্রবঞ্চনা। তাই সুযোগ পেলেই আমি আবার বইয়ের কাছে ফিরে যাই। কারণ বই এমন এক বন্ধু, যা কখনো মানুষের ক্ষতি করে না।
মনিরুল ইসলাম শ্রাবণ
৫ ফেব্রুয়ারি ২০২৪
0 মন্তব্যসমূহ