Ticker

6/recent/ticker-posts

বিভাসা


 

জীবন জুড়ে আঁধার হাসে

আলোর হাসি চাই,

এথায় খুঁজি সেথায় খুঁজি

বলো কোথায় পাই ?


বলল সূর্য আমায় দেখো

জ্বলছি আপন তেজে,

বিশ্বজগৎ হাসছে সবই

মোর আভায় সেজে।


বলল তারা আমরা সবাই

কমবা কিসে বলো ?

একটুখানি রশ্মি দিয়েই

মোদের মতো চলো।


বলল ডেকে তারাপতি 

একটু শোনো ভাই,

নাইবা হলো নিজ প্রভা

জ্বলতে মানা নাই।


বলল জ্যোতি আমায় পাবে

তোমার হৃদয় মাঝে,

খুঁজো না ভাই এথা সেথা 

আর সকলে বাজে।


জ্ঞানদ্যূতিতে ভরিয়ে নাও

আঁধার ঘেরা মন,

সত্য নূরের পথের দেখায়

ধন্য করো জীবন।



বিভাসা

মনিরুল ইসলাম শ্রাবণ

রাত ১০:৪২

১২ মার্চ ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ