Ticker

6/recent/ticker-posts

রোজার ছড়া


রোজার ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ


এলো রোজা চলো সোজা

কারো না আর হেলা,

মিথ্যা ছাড়ো নামাজ ধরো

ভাসাও পুণ্যের ভেলা।


কালাম পড়ো তসবি ধরো

ছাড়ো সকল পাপ,

হাত তোলো অশ্রু ফেলো

করবে খোদা মাফ।


হিংসা ভুলো বুক মেলো

খোলো দুটো হাত,

করো দান ঝাড়ো মান

ফেলো লোভ দাঁত।


সেহরি খাও ইফতার দাও

করো না আর ভুল,

গুছবে চুনা মুছবে গুনাহ

থাকবে না এক চুল।


১১ মার্চ ২০২৪

রাত ১১:১৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ