Ticker

6/recent/ticker-posts

প্রশংসা বা বদনাম


যারা আপনাকে পছন্দ করে, তাদের কাছে কেউ আপনার বিরুদ্ধে একশ পৃষ্ঠার সত্য বদনাম লিখে বই প্রকাশ করলেও, লোকজন উলটো সে বইয়ের লেখক-প্রকাশককে মিথ্যাবাদী বলবে।

আর যারা আপনাকে অপছন্দ করে, তাদের কাছে কেউ আপনার নামে একশ সত্য প্রশংসা করলেও তারা তা বিশ্বাস করবে না।

কাজেই অযথা কারো প্রশংসা বা বদনাম করে লাভ নেই। মানুষের সাথে আপনার কাজই মুখ্য উচিত। প্রশংসা বা বদনাম নয়।

মনিরুল ইসলাম শ্রাবণ

৮ অক্টোবর ২০২৩





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ