Ticker

6/recent/ticker-posts

টিম ম্যানেজমেন্ট


সবাইকে খুশি রাখা, সবার সঙ্গে মিলেমিশে চলা, সবাইকে নিয়ে একসাথে কাজ করা- এটি একটি ভুল ফরমুলা। বস্তুত ১০জন ত্যাগী, জ্ঞানী, যোগ্য, প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোক কোনো কাজ যতটা ভালোভাবে করতে পারে, ১০০ জন সুবিধাবাদী, অযোগ্য, অদক্ষ, অশিক্ষিত ও অনভিজ্ঞ লোক মিলেও সেই কাজটি সেভাবে করতে পারে না। বরং সকলে মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সহজ বিষয়টিকে আরো বেশি ঘোলাটে করে ফেলে। 


এজন্যই পৃথিবীর কোনো দেশের পুলিশ, সেনাবাহিনী বা অন্য কোন বিশেষ বাহিনীতে গণহারে লোক নিয়োগ করা হয় না। কেননা সেখানে যোগ্যতা ও প্রশিক্ষণের একটি বিষয় জড়িত থাকে। তাই যেকোনো কাজ সম্পাদন করতে অথবা কোনো টিম সাজাতে অবশ্যই বাছাইকৃত লোকদের নিয়েই করা উচিত। 


মনিরুল ইসলাম শ্রাবণ

২৩ আগস্ট ২৩

(ছবি: হেফাজতি তাণ্ডবে পুড়ে যাওয়া পৌরসভার গাড়ি। ১৪ ফেব্রুয়ারি ২০১৪)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ