Ticker

6/recent/ticker-posts


ভোরের আজান ডাক দিয়েছে

উঠো মোমিন ওঠো,

তন্দ্রা ছেড়ে জরা ফেলে

প্রভুর পানে ছোটো।

 

দূর আকাশে আসছে ভেসে

মোয়াজ্জিনের সুর,

হৃদয় তোমার ভরিয়ে দেবে

প্রশান্তিময় নূর।

 

দিনের আলো রাতের আঁধার

যা করেছো পাপ,

দয়াল প্রভুর দরবারে চাও

সব গুণাহের মাফ।

 

বক্ষে ধরো খোদার কালাম

আমল করো কাজে,

সঙ্গ ছাড়ো শয়তানের আজ

ভয় পেয়ো না লাজে।

 

আসুক যতই বাঁধা পথে

আসুক যতই ভয়,

তুমিই মোমিন তুমিই সেরা

হবেই তোমার জয়।

 

ভোরের আজান

মনিরুল ইসলাম শ্রাবণ

ভোর ৪.৪২

২৭ জুলাই ২৩

লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ