Ticker

6/recent/ticker-posts

ডিংকা চিকা, ডিংকা চিকা, ঘরের ভিতর তিনটা চিকা।



নান্দনিকতায় পরিপূর্ণ একটি অনুষ্ঠান উপভোগ করলাম গতকাল। অনুষ্ঠানটি ছিলো 'এক আকাশের তারা' শিরোনামে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা।

দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে 'তিতাস আবৃত্তি সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া।' এতে ভারতীয় আবৃত্তি সংগঠন 'কাব্যায়ন' এর শিল্পবৃন্দ অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই অনুষ্ঠান মুগ্ধতার সাথে উপভোগ করে প্রায় পাঁচ শতাধিক দর্শকবৃন্দ। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়সহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিতাস আবৃত্তি সংগঠনের রয়েছে এক ঝাঁক প্রাণবন্ত কর্মী, আবৃত্তি ও সঙ্গীত শিল্পী। তারা বরাবরই পরিকল্পিত, পরিশীলিত ও পরিমার্জিত অনুষ্ঠান উপহার দিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম ছিল না।

আমি প্রথমবারের মতো ভিনদেশী জাতীয় সংগীত সরাসরি শুনেছি এবং দাঁড়িয়ে সম্মান জানিয়েছি। একই মঞ্চে দুই দেশের জাতীয় সংগীত একসাথে শুনে মনে আমার মনে হয়েছে ভাষা, শব্দ এবং সুরের ভিন্নতা থাকলেও গানের দেশপ্রেমের আবেদনের কোনো ভিন্নতা নেই। আমাদের তাসফিয়া ছোটবেলা থেকে জাতীয় সংগীত খুব পছন্দ করে। তার ভাষায়- ওরা বাংলাদেশ গাইছে। বাসার জানালা থেকে স্কুলের ছেলেমেয়েদের জাতীয় সংগীত শুনে অভ্যস্ত। নিজেই স্কুলে ভর্তি হওয়ার পরে এসেম্বলি লাইনে না দাঁড়ালেও বাইরে থেকে জাতীয় সংগীত শুনে। এই প্রথম সে সরাসরি জাতীয় সংগীত গাওয়াই অংশগ্রহণ করলো। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি বাংলাদেশের জাতীয় সংগীত শুনেছো। সে এর উত্তর দিলো- আমিও ওদের সাথে গান গিয়েছি।

জাতীয় সংগীত শোনার পাশাপাশি তাসফিয়া শিশুদের আবৃত্তি উপভোগ করেছে বেশ এবং গানের তালে তালে নাচার চেষ্টা করেছে। বাসায় এসে কবিতার একটা লাইন বারবার পড়ছে সে। ডিংকা চিকা, ডিংকা চিকা, ঘরের ভিতর তিনটা চিকা।

দুই সংগঠনের পরিবেশিত দলীয় আবৃত্তিগুলো ছিলো চমৎকার উপভোগ্য। দুই বাংলার সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং সাহিত্য-সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এ ধরনের অনুষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে বলে সকলে মনে করেন।

সংগঠনের কর্ণধার, শ্রদ্ধেয় বাচিকশিল্পী মনির হোসেন ভাইসহ প্রিয় সংগঠন তিতাস আবৃত্তি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবার জন্য শুভ কামনা রইল।

মনিরুল ইসলাম শ্রাবণ ২১মে ২০২৩

in and 9 others

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ