Ticker

6/recent/ticker-posts

শরৎ এলো......


শরৎ এলো......

ঝকঝকে পরিষ্কার নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ আসে ষড়ঋতুর বাংলাদেশে। দিনভর মেঘের লুকোচুরি খেলা দেখে দিব্যি কাটিয়ে দেয়া যায় বেলা।
সাদা মেঘের শুভ্রতার পরশ তখন ছড়িয়ে যায় কাশবনে। ঘুমন্ত কলিগুলো মেলে ধরে তার শুভ্র শুভ্র ডানা। সেই শুভ্রতার মোহনীয় রূপ সেখানে যাদুমন্ত্রের মতো টেনে নিয়ে আসে প্রকৃতিপ্রেমী মানুষগুলোকে। ফড়িং, প্রজাপতির নাচ আর চড়ুই, টুনটুনি, শালিক ও মানুষের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
বিল-ঝিল ভরে যায় শাপলা-পদ্মের হাসিতে। মিষ্টি জ্যোৎস্নার আলোতে সুবাস ছড়ায় হাসনাহেনা, শিউলি ও জবার দল। বাতাস সরিয়ে নেয় গরমের তীব্রতা।
শুভ্রতা, স্বচ্ছতা, সরলতার প্রতীক শরৎ ঋতু যেন স্নেহ-মায়া-মমতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অন্যতম ঋতু। সেইসঙ্গে সাহিত্যের অন্যতম মাধ্যমও। শরৎ প্রেমে মুগ্ধ হয়ে শরৎ নিয়ে সাহিত্য রচনা করেছেন দেশের নামকরা সকল কবি-সাহিত্যিকগণ।

সবাইকে শরৎ এর শুভেচ্ছা।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
২৭ আগস্ট ২০২২খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ