Ticker

6/recent/ticker-posts

মা দিবসের ছড়া- জননী

 

জননী

মনিরুল ইসলাম শ্রাবণ

 

জননী আমায় জন্ম দিয়েছো

দিয়েছো দেহে প্রাণ,

মুখে আমায় ভাষা দিয়েছো

বিশ্বে দিয়েছো মান।

 

আদর দিয়েছো সোহাগ দিয়েছো

দিয়েছো ভালোবাসা,

মায়া মমতায় বড় করেছো

হৃদয়ে দিয়েছো আশা।


ক্ষুধায় আমায় খাদ্য দিয়েছো

আশ্রয় দিয়েছো বুকে,

যতনে আমায় কোলে নিয়েছো

শত জ্বালা, সুখে-দুঃখে।


গর্ভে তোমায় লাথি দিয়েছি

বুকে দিয়েছি কামড়,

গভীর রাতে ঘুম ভাঙ্গিয়েছি

কত দিয়েছি আঁচড়।


দশমাস দশদিন মা'গো

সয়েছো কঠিন যাতনা,

জন্মের পর আজও সইছো

অপূর্ণ রেখে নিজ কামনা।


এতো ঋণ দিয়েছো আমায়

শোধ হবে না কোন কালে,

জীবন আমার উৎসর্গ করলাম

মা'গো তোমার পদতলে।

(০৩ মে ২০১০ ইং)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ