চাঁদের আদর
মনিরুল ইসলাম শ্রাবণ
সন্ধ্যা বেলায় পশ্চিমে যাই তোমায় করি খোঁজ
মেঘের মাঝে লুকিয়ে তুমি থাকো কেন রোজ,
কতদিন আগে দিয়েছিলে আমায় নতুন জামা
তারপর কেনো রাগ করেছো ও হে চাঁদ মামা ?
লাল টুকটুক জুতো দিলে তার উপরে ফুল
এবার কিন্তু নীল জামা চাই করো নাতো ভুল,
মাথায় দিলে হলদে কাঁটা দারুণ একটা টায়রা
বলতো সবাই আমি নাকি লক্ষি সোনা পায়রা।
সেমাই সন্দেস পায়েস খেলাম আরো মিষ্টি দল
ওগুলোর কথা মনে হতেই জীভে আসে জল,
তারপর হারিয়ে গেলে তোমার কি আছে জানা
তুমি ছাড়া ওসব কিছু মোর পেতে খেতে মানা।
আব্বু আম্মু যখন ছিলো এতো কিছু চেতাম না
তবুও আমি সব পেতাম কত কিছু খেতাম না,
এতিম হয়ে পাই না আর আদর কাপড় ভোজ
তাইতো খুঁজি ঈদের চাঁদ কোথায় থাকো রোজ।
0 মন্তব্যসমূহ