‘জলতরঙ্গ’ ও ‘উত্তরণ’ এর গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে কিছু কথা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল কুদদূস মহোদয়ের সদ্য প্রকাশিত দুইটি বই (জলতরঙ্গ ও উত্তরণ) এর গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হলো গতকাল।
সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ণাঢ্য ও বর্ণিল এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাননীয় মেয়র মিসেস নায়ার কবির মহোদয়, জেলা পরিষদের নির্বাহী কর্মকতাসহ স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
জনাব আব্দুল কুদদূস স্যার রচিত কবিতা ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও ভোলা থেকে আগত শিল্পীদের চমৎকার পরিবেশনা মুগ্ধ করেছে সকল আমন্ত্রিত অতিথি ও দর্শকদের।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা বক্তব্য দিয়েছেন প্রত্যেকেই এই বইয়ের বিভিন্ন কবিতা ও গানের বিষয়বস্তু নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
প্রতিটি কবিতা ও গানে প্রকৃতির অপরূপ বর্ণনা, গভীর দেশাত্মবোধ, নির্মল প্রেম আর পরম মানবতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা অত্যন্ত সুনিপুণভাবে ফুঁটে উঠেছে তাঁর চমৎকার শৈল্পিক শব্দ গাথুনিতে।
জনাব আব্দুল কুদ্দুস স্যার নিজ দায়িত্ব সঠিকভাবে পালনে যেমন প্রচুর ব্যস্ত থাকেন তেমনি অন্যদেরকেও ব্যস্ত রাখেন। তা সত্তেও সামান্য অবসর পেলেই সেই সময় কাজে লাগিয়ে এত সুন্দর সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে পারাটা অবাক করেছে উপস্থিত সবাইকে।আসলে গুণীদের প্রতিভা আটকে থাকে না কোন কিছুতেই।
স্যারের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বইদুটির বহুল প্রচার কামনা করছি।মনিরুল ইসলাম শ্রাবণ
০২ এপ্রিল ২০২২খ্রি.
0 মন্তব্যসমূহ