Ticker

6/recent/ticker-posts

সুখের খোঁজে- মনিরুল ইসলাম শ্রাবণ (ছড়া)


 

সুখের খোঁজে

মনিরুল ইসলাম শ্রাবণ

সুখের আশায় এথায় সেথায় নাও ভাসাই রোজ

কোন ঘাটে গেলে পাবো একটু সুখের খোঁজ

ঢেওয়ের তালে ভাসছি শুধু অকূল পারাবার

সব ঘাটে আজ চলছে দেখি স্বার্থের কারবার

 

একঘাটেতে দুঃখ বেচে আরেক ঘাটে বেচে কষ্ট

সুখের আশায় ঘুরতে ঘুরতে মাথা বেজায় নষ্ট

দেখলাম জয়ের ঘাটে অলস পরে আছে পরাজয়

সেথায় মাঝি নাও ভিরাইও না; লাগছে ভীষণ ভয়

 

দুর্নীতির ঘাটে গেলাম সেথায় মেলা ভীর

ঘুষের ঘাট গরম বেশি বাঁধা হলো না নীড়

সুদের ঘাটে যে দেখি চলছে হাহাকার

সেইখানে নাও ভেরাতে সাহস হলো না আর

 

ভাসতে ভাসতে পেয়ে গেলাম ভেজাল বাড়ির ঘাট

ওরে বাবা ! সেথায় আজ ভীষণ জমেছে হাট

আসল চাইলাম খাদ্য পানি ওষুধ ফানির্চার

ওসব নেই বলে পরিয়ে দিলো নকল মতির হার

 

মানবতার ঘাটটি বলো কোথায় আমি পাই

কোথায় আছে সহনশীলতা একটুখানি ঠাই

প্রেম নেই কোন ঘাটে শুধু আছে ছলনা

হাত নেড়ে ডেকে বলে আমায় ভুলো না

 

ভন্ড বাবা সাধু সেজে বানিয়েছে দরবার তক্ত

সব ঘাটেই আছে নাকি তার লাখো কোটি ভক্ত

কৃপণ বাজার হাটে সবাই সুখ লুকিয়ে থাকে

ফটোসেশন চলছে ভীষণ দানশীলতার বাঁকে

 

ভালোবাসার ঘাটে দেখি সেথায় ভীষণ শুণ্য

মায়ার ঘাটে নেইকো মায়া দৈন্যরে ভাই দৈন্য

এখানে ওখানে ঘুরে খুঁজি নকশী কাঁথার মাঠ

কোন দিকে গেলে পাবো সোজন বাদিয়ার ঘাট

 

ঝড় তুফান আঁধার রাতে ঘুরছি দ্বীপান্তর

কোথায় আছে সোনাদিয়া কোথায় ভাষানচর

কোথায় পাবো শক্তি সাহস কোথায় পাবো আশা

সহযোগীতা একটু পেলে বাঁধবো সুখের বাসা

 

১০ সেপ্টম্বর ২০২১খ্রি. 

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ