বড় নেতা, বড় অফিসার বা বেশি জ্ঞানী ব্যক্তির সঙ্গে মেশা বা কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি আরামদায়ক বা উপকারী। এই ধরনের ব্যক্তিরা সবসময় নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করেন না এবং তার সঙ্গে থাকা অন্যদেরকে হেয় করার চেষ্টা করেন না।
এই লেভেলের ব্যক্তির সঙ্গে মিশলে আপনি অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন। তাঁদের আচার-ব্যবহার থাকে অত্যন্ত নমনীয় ও মধুর। তাঁরা কখনো আপনাকে ব্যবহার করবে না। করলেও তাঁর বিনিময়ে তাদের কাছ থেকে নানান রকম সুবিধা বা পদ-পদবী পেতে পারেন। কথায় বলে "ফলবান বৃক্ষ নত হয়"। ব্যাপারটা ঠিক তাই।
তার ঠিক উল্টো চিত্র মাঝারি বা ছোট নেতা, ছোট অফিসার অথবা কম জ্ঞানী ব্যক্তিদের বেলায়। এ ধরনের ব্যক্তিরা সবসময় নিজেকে বড় নেতা, বড় অফিসার বা বেশি জ্ঞানী প্রমাণের চেষ্টায় রত থাকেন। তার সঙ্গে থাকা অন্যদের কে সবসময় হেয় বা ছোট করার প্রয়াস পেয়ে থাকেন। অর্থাৎ তারা বুঝাতে চায় পৃথিবীতে তার চেয়ে জ্ঞানী বা বড় আর কেউ নয়।
এরা খুঁজে খুঁজে আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা বলবে। যাতে তার তুলনায় আপনাকে ছোট দেখায়। ছোট মানুসকিতার এই লোকদের কাছ থেকে বোঝার, জানার বা শেখার কিছুই পাবেন না। আর অর্থনৈতিক সুবিধা বা পদবী পাওয়ার প্রশ্নই আসে না। এদের ভাব ভঙ্গিমা এমন যে, তোমাদের জুনিয়রদের তৈরি হয়েছে আমাদের সিনিয়রদের সেবা করার জন্য।
এই দুই লেভেলের ব্যক্তিদের মাঝে আরেকটি মৌলিক পার্থক্য হচ্ছে প্রকৃতবড়রা অন্যদেরকে "আপনি" সম্বোধনে অভ্যস্ত। বড়জোর "তুমি" বলতে পারে।
অপরদিকে অন্য লেভেলে লোকেরা সহজে কাউকে "আপনি" সম্মোধন করবে না। এরা সম্মোধন শুরুই করে "তুমি" দিয়ে। শেষে "তুই" পর্যন্ত চলে আসতে পারে।
আমার এই অল্প বয়সে ছোট, বড়, মাঝারি সব বয়সের নেতা, অফিসার বা জ্ঞানীদের সাথে মেশার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। সিনিয়রদের সঙ্গে কাজ করে যে আত্মতৃপ্তি, সম্মান ও মর্যাদা পেয়েছি। সেটা জুনিয়র নেতা, অফিসার বা জ্ঞানীদের কাছ থেকে পাইনি।
তাই বর্তমানে সিনিয়র ব্যক্তি বা বেশি জ্ঞানী ব্যক্তিদের সাথে মেশার সুযোগ পেলে যাই। ছোট নেতা, ছোট অফিসার আর কম জ্ঞানীদের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। তাদের সাথে মেশার চেয়ে একা থাকা অনেক ভালো।
মজার ব্যাপার কি হচ্ছে জানেন, আমি যে তাদের লেভেল বুঝতে পেরেছি। এইটা কিন্তু তারা এখনো বোঝে নাই।
মনিরুল ইসলাম শ্রাবণ
২৭ মে ২০২১ খ্রি.
ব্রাহ্মণবাড়িয়া।
ছবি লোকেশন- মোহাম্মদপুর
0 মন্তব্যসমূহ