রাত এসেছে রাত এসেছে
অনেক দুঃখের জাত এসেছে
আধার কালো রাত,
রাত এসেছে রাত এসেছে
হায়েনাদের ট্যাংক এসেছে
রক্তে রাঙা ঘাট।
রাত এসেছে রাত এসেছে
শহর জুড়ে আলো জ্বেলেছে
রাক্ষুসেদের জিপ,
রাত এসেছে রাত এসেছে
হাজার মায়ের বুক কেঁপেছে
নিভছে জীবন দীপ।
রাত এসেছে রাত এসেছে
খাকি জোড়া বুট এসেছে
মাথায় লোহার ক্যাপ,
রাত এসেছে রাত এসেছে
বন্দুক নিয়ে দানব এসেছে
মানুষ মারার খ্যাপ।
রাত এসেছে রাত এসেছে
পঁচিশ মার্চের রাত এসেছে
পাক হানাদের সুখ,
রাত এসেছে রাত এসেছে
হাজার কালো রাত এসেছে
বাংলা মায়ের দুখ।
------
হাজার কালো রাত
মনিরুল ইসলাম শ্রাবণ
২৫ মার্চ ২৫
রাত ৯.৪৯
0 মন্তব্যসমূহ