রাতের বেলা তাসফিয়া বলল- আব্বু, তুমি আজকে আমাকে স্কুলে যে বেঞ্চে বসিয়ে দিয়েছিলে; পরে আমি সেখানে আর বসিনি, অন্যখানে বসেছি।
আমি বললাম- কেন, ওখানে কি সমস্যা হয়েছিল ?
ও বলল- আমার পাশে যে ফ্রেন্ডটা বসে ছিল, ও আমাকে বারবার বিরক্ত করছিল, কিছুতেই লিখতে দিচ্ছিল না। তাই আমি মিস কে বলে অন্য বেঞ্চে গিয়ে বসেছি।
(তাসফিয়ার বয়স ৬ বছর, এইটুকু বয়স সে বুঝে গেছে যে, বিরক্তিকর মানুষদের সাথে থাকতে নেই। তাদের এড়িয়ে চলাই ভালো। এই চমৎকার বিষয়টি শিখতে আমার ৩৬ বছর লেগে গিয়েছিলো।
১২ ফেব্রুয়ারি ২৪
0 মন্তব্যসমূহ