আমরা হাসি আমরা কাঁদি
ভয় করি না লড়াই
বারুদ পোড়া গন্ধ শুকেও
ফুলের সুভাস ছড়াই।
বোমার শব্দে ঘুম আসে না
তাইতো জেগে রই
ট্যাংক কামানের বহর দেখেও
হাতে রাখি বই।
নাইবা থাকুক জামা জুতো
নাইবা থাকুক গাড়ি
নাইবা থাকুক মাথায় ছাদ
আকাশ হবে বাড়ি।
আমরা মরি আমরা বাঁচি
আমরা করি খেলা
বিশ্ব বিবেক ঘুমাও এখন
হয়নিতো ভোর বেলা।
আমরা শিশু ফিলিস্তিনের
আমরা যোদ্ধা জাতি
জন্ম থেকে লড়ছি মোরা
জ্বালতে স্বাধীন বাতি।
যুদ্ধ শিশু
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ ডিসেম্বর ২৩
0 মন্তব্যসমূহ