Ticker

6/recent/ticker-posts

মুক্তির ছড়া

মুক্ত হলো বাড়ি আমার

মুক্ত হলো আকাশ,

মুক্ত হলো বন্দী মানুষ

মুক্ত হলো বাতাস।


মুক্ত আকাশে সূর্য ওঠে

পাখিরা গায় গান,

মুক্ত মনে বাউল তোলে

একতারাতে টান।


মুক্ত হলো পাখি আমার

মুক্ত হলো ঘুড়ি,

খুঁকির পায়ে নূপর বাজে

বাজে লাল চুড়ি।


মুক্ত হলো নদী আমার 

মুক্ত হলো ঢেউ,

কত প্রাণের বিনিময়ে

জানলো না তো কেউ।


মুক্ত হলো প্রাণের মসজিদ

মুয়াজ্জিনের সুর,

মুক্ত আকাশে ভাসে আজান

আহা কী মধুর।


মুক্ত হলো মাঠ আমার

মুক্ত হলো পথ,

মুক্ত হলো গোলায় ভাঙ্গা

জগন্নাথের রথ।


মুক্ত আকাশে উড়ে এখন

লাল সবুজ মিত্র,

তার বুকেতে হাসে এখন

বাংলার মানচিত্র।


মুক্ত মনে আমরা এখন

বিজয়ের গান গাই,

বীর শহিদের স্মৃতির প্রতি

ফুলেল শ্রদ্ধা জানাই ।



মুক্তির ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ

৬ ডিসেম্বর ২৩

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।


৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে সকল বীর শহিদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ