Ticker

6/recent/ticker-posts

পজেটিভ দৃষ্টিভঙ্গি


 

শুধু সমালোচনার চশমা পড়ে থাকলে আপনি পৃথিবীতে ভালো কিছু খুঁজে পাবেন না পৃথিবীর কোনো সৌন্দর্য, নান্দনিকতাই আপনার চোখকে শীতলতা দিতে পারবে না। এই পৃথিবীর  রহস্যময় প্রাকৃতিক বৈচিত্র্য আপনার কাছে অর্থহীন মনে হবে কাউকে আপনার ভালো লাগবে না, কারো কাজ আপনার ভালো লাগবে না কারো প্রতি সন্দেহ, ঘৃণা আর বিদ্বেষ থাকলে তার দেয়া মিষ্টির রসকে আপনার বিষ মনে হবে রসে ভরা আখ দণ্ডকে মনে হবে মারামারির লাঠি


আপনার দৃষ্টিভঙ্গি পজেটিভ না হলে মানুষের জীবনজুড়ে মানুষের জীবন জুড়ে দুঃখ-হতাশা, মারামারি-হানাহানি, খুন ধর্ষণই কেবল আপনার চোখে পড়বে এসবের মাঝে লুকিয়ে থাকা অগণিত ছোট-বড় সুখ, হাসি-আনন্দ, সমৃদ্ধি-সফলতা আর ভালোবাসার গল্পগুলো আপনার দৃষ্টি এড়িয়ে যাবে

 

সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবার চলার পথ মসৃণ হয় না প্রতিবন্ধকতা অতিক্রম করেই জয় মুকুট ছিনিয়ে আনতে হয়পৃথিবীতে যারা বড় হয়েছে, সফল হয়েছে, বিখ্যাত হয়েছে তারা নিজের, পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি, অপ্রাপ্তি আর সীমাবদ্ধতাকে জয় করেই সফল হয়েছেন


তাই চতুর্থদিকে হতাশার অন্ধকার দেখে ভয় না পেয়ে আশার আলো খুঁজুন, ভালোবাসা খুঁজুন, সফলতা আসবেই

 

মনিরুল ইসলাম শ্রাবণ

সকাল ১১

মার্চ ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ